খ্রিস্টধর্ম একটি ধর্ম নয়
Christianity Is Not A Religion Bengali
সম্পূর্ণ বইটির বাংলা সংস্করণ এখানে পাওয়া যাবে:
যীশু খ্রীষ্টের সাথে একটি গভীর সম্পর্ক সাবটাইটেল: প্রভু যীশু খ্রীষ্টের শিষ্যত্ব
খ্রিস্টধর্ম কি? খ্রিস্টধর্ম কোন ধর্ম নয়; এটা একটা সম্পর্ক খ্রিস্টধর্ম সম্পর্কে আমি জানি যেগুলির মধ্যে অন্তত দুটি জিনিস রয়েছে যা প্রতি-স্বজ্ঞামূলক: 1) ঈশ্বর মানুষের মাংস গ্রহণ করেন যাতে মানুষ তার কাছে গ্রহণযোগ্য হয় এবং 2) বেশিরভাগ লোকই বলবে যখন তারা কঠিনের মুখোমুখি হয় তখন বিশ্বাস করা হচ্ছে প্রস্তাব বিশ্বাস করা; কিন্তু, খ্রিস্টধর্মের ক্ষেত্রে, বিশ্বাস হচ্ছে দেখা।
একজন খ্রিস্টানকে এমন একজন হিসাবে সংজ্ঞায়িত করা হয় না যে ধূমপান করে না, অ্যালকোহল পান করে না বা এই কাজগুলি করে এমন মহিলাদের সাথে যায় না। যদি এটি একজন খ্রিস্টানের সংজ্ঞা হয় তবে আমার কুকুরটি একজন খ্রিস্টান কারণ সে ধূমপান করে না, অ্যালকোহল পান করে না বা এই কাজগুলি করে এমন মহিলাদের সাথে যায় না।
ধর্ম এমন কিছু যা কর্ম-ভিত্তিক। অর্থ, আপনি যদি কিছু আইন বা নিয়ম অনুসরণ করেন তবে আপনি নিজেকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন। একটি ধর্ম বলে যে আপনার কাজ আপনাকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে।
খ্রিস্টধর্ম কাজ-ভিত্তিক নয়। খ্রিস্টধর্ম বলে যে ঈশ্বর ক্রুশে ঈশ্বর পুত্রের মৃত্যু এবং ঈশ্বর পুত্র যীশুর পুনরুত্থানের মাধ্যমে মানুষকে তাঁর কাছে গ্রহণযোগ্য করে তোলেন; যারা তাদের নিজের কাজের পরিবর্তে যীশুর কাজের উপর আস্থা রাখে তাদেরকে তিনি অনন্ত জীবন দেন।
খ্রিস্টধর্ম কোন ধর্ম নয়; এটা যীশু খ্রীষ্টের সাথে একটি সম্পর্ক. আপনি যদি আপনার পাপের জন্য অনুতপ্ত হন এবং আপনার পরিত্রাণের জন্য শুধুমাত্র যীশু খ্রীষ্টের উপর আস্থা রাখেন, এবং আপনার নিজের কাজে নয়, তাহলে ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দেন।
আমি যীশু খ্রীষ্টের সুসমাচারকে সত্য বলে বিশ্বাস করি তার একটি কারণ হল এটি ঠিক যা মানুষ নিজেই আবিষ্কার করেনি। লোকেরা অন্যদেরকে তারা বিশ্বস্ত দেখানোর জন্য করণীয়গুলির একটি তালিকা দেওয়া পছন্দ করে, বিশ্বস্ত হওয়ার বাহ্যিক চেহারা দিতে এবং নিজেদেরকে সান্ত্বনা দিতে সাহায্য করে যে যদি তারা সেই আইন বা নিয়মগুলি অনুসরণ করে তবে ঈশ্বর তাদের গ্রহণ করেন। কিন্তু খ্রিস্টধর্ম স্পষ্টভাবে শিক্ষা দেয় যে এটি আপনার কাজের ফলাফল নয়:
এফেসীয় 2:8–9 8 কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ৷ বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ৷ তোমরা নিজেরা নিজেদের উদ্ধার কর নি; কিন্তু তা ঈশ্বরের দানরূপে পেয়েছ৷ 9 তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না য়ে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে৷
আদম এবং ইভের পাপ
আদম ও ইভের পাপ ছিল বিশ্বাসের অভাব; ঈশ্বর এবং তিনি তাদের যা বলেছেন তাতে তাদের বিশ্বাসের অভাব ছিল। পাপ ছিল যখন অ্যাডাম এবং ইভ তাদের স্বাধীন ইচ্ছার দ্বারা বেছে নিয়েছিলেন, ঈশ্বর যা সম্পর্কে তাদের সতর্ক করেছিলেন তা বিশ্বাস না করা; তারা ঠিক কি করতে বেছে নিয়েছে যা তিনি বলেছিলেন যে তাদের করা উচিত নয়। সেদিন তারা মারা গিয়েছিল; তারা আধ্যাত্মিকভাবে মারা গিয়েছিল, শারীরিকভাবে নয়। ঈশ্বর তাদের মধ্যে থেকে তার আত্মা প্রত্যাহার. সেই মুহুর্তে, যখন তাদের সন্তান হয়েছিল, তখন তাদের সন্তানরা আদমের মূর্তিতে জন্মগ্রহণ করেছিল, আধ্যাত্মিকভাবে মৃত, যেমন উল্লেখ করা হয়েছে আদিপুস্তক 5:3–5 (নীচের অন্যান্য আয়াত দেখুন):
আদিপুস্তক 1:26–27 26 তখন ঈশ্বর বললেন, “এখন এস, আমরা মানুষ সৃষ্টি করি| আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব| মানুষ হবে ঠিক আমাদের মত| তারা সমুদ্রের সমস্ত মাছের ওপরে আর আকাশের সমস্ত পাখীর ওপরে কর্তৃত্ত্ব করবে| তারা পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটা সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ত্ব করবে|” 27 তাই ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন| মানুষ হল তাঁর ছাঁচে গড়া জীব| ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করলেন|
আদিপুস্তক 2:16–17 16 প্রভু ঈশ্বর মানুষটিকে এই আদেশ দিলেন, “বাগানের য়ে কোনও বৃক্ষের ফল তুমি খেতে পারো| 17 কিন্তু য়ে বৃক্ষ ভালো আর মন্দ বিষযে জ্ঞান দেয সেই বৃক্ষের ফল কখনও খেও না| যদি তুমি সেই বৃক্ষের ফল খাও, তোমার মৃত্যু হবে!”
আদিপুস্তক 3:1–7 প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণী সৃষ্টি করেছিলেন সে সবগুলোর মধ্যে সাপ সবচেয়ে চালাক ছিল| সাপ সেই নারীর সঙ্গে একটা চালাকি করতে চাইল| একদিন সাপটা সেই নারীকে জিজ্ঞেস করল, “নারী, ঈশ্বর কি বাগানের কোনও গাছের ফল না খেতে সত্যিই আদেশ দিয়েছেন?” 2 তখন নারী সাপটাকে বলল, “না! ঈশ্বর তা বলেন নি! বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি| 3 শুধু একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না| ঈশ্বর আমাদের বলেছিলেন, “বাগানের মাঝখানে য়ে গাছটা আছে, তার ফল কোনমতেই খাবে না| এমন কি ঐ গাছটা ছোঁবেও না - ছুঁলেই মরবে|” 4 কিন্তু সাপটা নারীকে বলল, “না, মরবে না| 5 ঈশ্বর জানেন, যদি তোমরা ঐ গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে| আর তোমরা তখন ঈশ্বরের মত হয়ে যাবে!” 6 সেই নারী দেখল গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু, আর এই ভেবে সে উত্তেজিত হল য়ে ঐ গাছ তাকে জ্ঞান দেবে| তাই নারী গাছটার থেকে ফল নিয়ে খেল| তার স্বামী সেখানেই ছিল, তাই সে স্বামীকেও ফলের একটা টুকরো দিল আর তার স্বামীও সেটা খেল| 7 তখন সেই নারী ও পুরুষ দুজনের মধ্যেই একটা পরিবর্তন ঘটল| য়েন তাদের চোখ খুলে গেল আর তারা সব কিছু অন্যভাবে দেখতে শুরু করল| তারা দেখল তাদের কোনও জামাকাপড় নেই| তারা উলঙ্গ| তাই তারা কযেকটা ডুমুরের পাতা জোগাড় করে সেগুলোকে জুড়ে জুড়ে সেলাই করল এবং সেগুলোকে পোশাক হিসেবে পরল|
আদিপুস্তক 5:3–5 3 আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ| 4 শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচ্ছেিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল| 5 সুতরাং আদম মোট 930 বছর বেঁচ্ছেিলেন| তারপর তাঁর মৃত্যু হল|
রোমীয় 5:14–21 14 কিন্তু আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করছিল৷ ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন আদম পাপ করেছিলেন৷ কিন্তু যাঁরা আদমকে দেওয়া ঐসব আদেশ লঙঘন করে পাপ করে নি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করছিল৷আসলে যিনি আসছিলেন, আদম ছিলেন তাঁর প্রতিরূপ৷ 15 কিন্তু আদমের অপরাধ য়েরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেই রকমের নয়, কারণ ঐ একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হল, সেইরকমভাবেই একজন ব্যক্তি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে বহুলোক ঈশ্বরের অনুগ্রহদানে জীবন লাভ করল৷ 16 আর ঈশ্বরের অনুগ্রহদানের মধ্য দিয়ে যা এল তা আদমের একটি পাপের ফল থেকে ভিন্ন, কারণ একটি পাপের জন্য নেমে এসেছিল বিচার ও পরে দণ্ডাজ্ঞা; কিন্তু বহুলোকের পাপের পর এল ঈশ্বরের বিনামূল্যের দান৷ 17 একজন পাপ করল, আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের ওপর মৃত্যু রাজত্ব করল; কিন্তু এখন যাঁরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করে ও ধার্মিক গন্য হবার অধিকার দান হিসেবে পায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাত্ যীশু খ্রীষ্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা নিয়ে রাজত্ব করবে৷ 18 তাই আদমের একটি পাপ য়েমন সকলের উপরে মৃত্যুদণ্ড নিয়ে এল, সেই একইভাবে খ্রীষ্টের একটি ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর দ্বারা সকলেই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে আর তার ফলে তারা প্রকৃত জীবনের অধিকারী হয়েছে৷ 19 সুতরাং য়েমন একজনের অবাধ্যতার ফলে সব লোক পাপী বলে গন্য হল, সেইরকমভাবে সেই একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে৷ 20 বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়৷ কিন্তু য়েখানে পাপের বাহুল্য হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো উপচে পড়ল৷ 21 এক সময় য়েমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের ওপর রাজত্ব করেছিল, সেইরকম ঈশ্বর লোকদের ওপর তাঁর মহা অনুগ্রহ দান করলেন যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে, আর এরই ফলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে৷
যীশুর একজন মানব পিতা থাকতে পারে না অন্যথায় তিনি আদমের মূর্তিতে জন্মগ্রহণ করতেন, আধ্যাত্মিকভাবে মৃত:
মথি 1:18 এই হল যীশু খ্রীষ্টের জন্ম সংক্রান্ত বিবরণ: য়োষেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল; কিন্তু তাঁদের বিয়ের আগেই জানতে পারা গেল য়ে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন৷
মথি 14:23 কিন্তু কোন কিছু খাবার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে সে যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কারণ সে তো নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করল৷ কেউ যদি বিশ্বাস করতে না পারে য়ে এটা ঠিক তবে সেই কাজ করা পাপ৷
যীশু খ্রীষ্টে নতুন সৃষ্টি:
করিন্থীয় ২ 5:17 সুতরাং কেউ যদি খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে., তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়; দেখ, তার সবই এখন নতুন হয়ে উঠেছে৷
সমগ্র গসপেল
পরিত্রাণের আগে, আমরা দুটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমরা ছিলাম:
1. ঈশ্বর থেকে বিচ্ছিন্ন
2. আমাদের পাপে মৃত (আমরা আধ্যাত্মিকভাবে মৃত জন্মগ্রহণ করেছি)
পরিত্রাণের দুটি অংশ রয়েছে:
1. খ্রীষ্টের মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের সাথে পুনর্মিলন
2. খ্রীষ্টের জীবনের মাধ্যমে আধ্যাত্মিকভাবে জীবিত করা হচ্ছে
রোমীয় 5:10 আমরা যখন তাঁর শত্রু ছিলাম তখন যদি ঈশ্বর তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের মিলন করিয়ে নিলেন, তাহলে মিলনের পরে এটা আরও কত নিশ্চিত য়ে আমরা এখন তাঁর পুত্রের জীবনের মাধ্যমে উদ্ধার পাব৷
যোহন 5:24 ‘আমি তোমাদের সত্যি বলছি; য়ে কেউ আমার কথা শোনে, আর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না৷ সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে৷
যোহন 3:16–18 16 কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালবাসেন য়ে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, য়েন সেই পুত্রের ওপর য়ে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে৷ 17 ঈশ্বর জগতকে দোষী সাব্যস্ত করার জন্য তাঁর পুত্রকে এ জগতে পাঠান নি, বরং জগত য়েন তাঁর মধ্য দিয়ে মুক্তি পায় এইজন্য ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়েছেন৷ 18 য়ে কেউ তাঁকে বিশ্বাস করে তার বিচার হয় না৷ কিন্তু য়ে কেউ তাঁকে বিশ্বাস করেনা, সে দোষী সাব্যস্ত হয়, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপর বিশ্বাস করে নি৷
পরিত্রাণ কি? আয়াত 5 দেখুন, খ্রীষ্টের সাথে জীবিত করা হচ্ছে:
এফেসীয় 2:5–9 5 ঈশ্বরের বিরুদ্ধে য়েসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম; কিন্তু ঈশ্বর খ্রীষ্ট যীশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন৷ তোমরা ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার পেয়েছ৷ 6 ঈশ্বর যীশু খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করে স্বর্গীয়স্থানে তাঁর পাশে বসতে আসন দিয়েছেন৷ 7 ঈশ্বর এই কাজ করলেন য়েন আগামী যুগপর্য়ায়ে তাঁর অতুলনীয় মহানুগ্রহ সকলের প্রতি দেখাতে পারেন৷ খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি দয়াপরবশ হয়ে এই অনুগ্রহ তিনি প্রকাশ করেছেন৷ 8 কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ৷ বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ৷ তোমরা নিজেরা নিজেদের উদ্ধার কর নি; কিন্তু তা ঈশ্বরের দানরূপে পেয়েছ৷ 9 তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না য়ে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে৷
গালাতীয় 2:20–21 20 সুতরাং আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; আমার দেহের মধ্যে য়ে জীবন আমি এখন যাপন করি, এ কেবল ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাসের দ্বারাই করি, যিনি আমাকে ভালবেসেছেন এবং আমার জন্য নিজেকে উত্সর্গ করেছেন৷ 21 ঈশ্বরের অনুগ্রহ আমি প্রত্যাখান করি না, কারণ যদি বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের সামনে নির্দোষ গণিত হওয়া যায়, তবে খ্রীষ্ট মিথ্যাই প্রাণ দিয়েছিলেন৷
সম্পূর্ণ বইটির বাংলা সংস্করণ এখানে পাওয়া যাবে:
যীশু খ্রীষ্টের সাথে একটি গভীর সম্পর্ক সাবটাইটেল: প্রভু যীশু খ্রীষ্টের শিষ্যত্ব